Logo

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ

Jamiyat Shubbane Ahl-Al Hadith Bangladesh

এই ওয়েবসাইটটি বর্তমানে উন্নয়নাধীন। সকল তথ্য খুব শীঘ্রই যুক্ত করা হবে ইনশাআল্লাহ!

সিনেটর প্রফেসর সাজিদ মীর (পরিচিতি ও কর্মজীবন)

সিনেটর প্রফেসর সাজিদ মীর (পরিচিতি ও কর্মজীবন)

আমীর – কেন্দ্রীয় জমিয়ত আহলে হাদীস পাকিস্তান
সিনেটর প্রফেসর সাজিদ মীর ২ অক্টোবর ১৯৩৮ সালে সিয়ালকোটে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ছিল প্রখ্যাত ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম মীর সিয়ালকোটির বংশধর। তাঁর পিতা, জনাব আবদুল কাইউম মীর, শিক্ষা বিভাগে স্কুল পরিদর্শকের পদ থেকে অবসর গ্রহণ করেন।

*ধর্মীয় ও আধুনিক শিক্ষা:*
প্রফেসর সাজিদ মীর সিয়ালকোটের একটি শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা পসরুরে গ্রহণ করেন, যেখানে তাঁর পিতা কর্মরত ছিলেন। মেট্রিক পাশ করেন গর্ভনমেন্ট হাই স্কুল, সিয়ালকোট থেকে। এরপর এফ.এ এবং বি.এ সম্পন্ন করেন মারে কলেজ, সিয়ালকোট থেকে। ইংরেজিতে এম.এ করেন গর্ভনমেন্ট কলেজ, লাহোর থেকে। শিক্ষাজীবন শেষ করে তিনি জিন্নাহ ইসলামিয়া কলেজ, সিয়ালকোটে অধ্যাপনার কাজ শুরু করেন। এই সময়েই তিনি কুরআন হেফজ করেন। তিনি হাদীস অধ্যয়ন করেন জামিয়া তাকওয়াতুল ইমান, শেশ মহল রোড, লাহোর থেকে।
শিক্ষাগত কৃতিত্ব:
এম.এ ইসলামিয়াত – পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, ১৯৬৯ (ফার্স্ট ডিভিশন)
বি.এ (রাজনীতি ও আরবি) মারে কলেজ, সিয়ালকোট, ১৯৫৮ (ইংরেজি ও আরবিতে মেধা বৃত্তি সহ)
বি.এ (অতিরিক্ত) – অর্থনীতি, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, ১৯৬৫
বি.এ (অতিরিক্ত) - মনোবিজ্ঞান, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, ১৯৬৬
মারে কলেজে শিক্ষাজীবনে তিনি অর্জন করেন:
*মীর হাসান মেডেল (আরবিতে প্রথম স্থান),
*মোহাম্মদ আলী মেডেল (ইংরেজিতে প্রথম স্থান),
*সাধারণ মেধায় দ্বিতীয় পুরস্কার (১৯৫৭-৫৮),
*ইতিহাস ও আরবিতে প্রথম পুরস্কার (১৯৫৪-৫৬),
*অর্থনীতি, ইংরেজি ও ফারসিতে দ্বিতীয় পুরস্কার,
*সহ-শিক্ষা কার্যক্রমে বক্তৃতা ও প্রবন্ধ লেখায় একাধিকবার পুরস্কারপ্রাপ্ত।

*ধর্মীয় যোগ্যতা:*
ফাযিল (দার্সে নিজামী) – জামিয়া ইব্রাহিমিয়া, সিয়ালকোট, ১৯৭১
ফাযিল - দারুল উলুম তাকওয়াতুল ইসলাম, লাহোর, ১৯৭২
আলমিয়া কোর্স – ওয়েফাকুল মাদারিস সালাফিয়া।

*পেশাগত জীবন:*
ইংরেজি লেকচারার– জিন্নাহ ইসলামিয়া কলেজ, সিয়ালকোট (১৯৬০-১৯৬৩)
ইংরেজি প্রশিক্ষক গর্ভনমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট, সিয়ালকোট (১৯৬৩-১৯৬৬)
সিনিয়র প্রশিক্ষক - সিয়ালকোট ও লাহোর (১৯৬৬-১৯৭৫)
সিনিয়র এডুকেশন অফিসার – নাইজেরিয়ার ফেডারেল সরকার (১৯৭৫-১৯৭৭)
প্রিন্সিপাল এডুকেশন অফিসার- নাইজেরিয়া (১৯৭৭-১৯৮১)
অ্যাসিস্ট্যান্ট চিফ এডুকেশন অফিসার- নাইজেরিয়া (১৯৮১-১৯৮৪)

*_তিনি আরও ছিলেন: