দান করুন
আল্লাহ তা'আলা বলেন:
مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِى كُلِّ سُنۢبُلَةٍ مِّاْئَةُ حَبَّةٍ ۗ وَٱللَّهُ يُضَٰعِفُ لِمَن يَشَآءُ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ
"যারা আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত যা থেকে সাতটি শীষ উৎপন্ন হয়, প্রত্যেক শীষে একশত দানা। আর আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার জন্য বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।"
(সূরা আল-বাকারা: ২৬১)
রাসূল ﷺ বলেন:
إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ
"যখন মানুষ মারা যায়, তখন তিনটি বিষয় ছাড়া তার সকল আমল বন্ধ হয়ে যায়: সদকা জারিয়া (চলমান সদকা), উপকারী জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়, অথবা সৎ সন্তান যে তার জন্য দোয়া করে।"
(সহীহ মুসলিম: ১৬৩১)