নোটিশ বোর্ড
কুরআনুল কারীম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি।
প্রকাশিত হয়েছে: 06/10/2025
মহাগ্রন্থ আল কুরআনুল কারীম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থী ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রকাশ্যে মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন, বিশ্ব মানবতার মুক্তির চূড়ান্ত গ্যারান্টি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে অবমাননা করেছে। জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত একটি দেশে পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কুরআনুল কারীমের এমন অবমাননা দেশের সম্প্রীতি বিনষ্টের গভীর চক্রান্ত বলে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ মনে করে। আমরা বিজ্ঞ আদালতের নিকটে এমন ধৃষ্টতা প্রদর্শনকারীর সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবি করছি; যেন ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে। সেইসাথে এর পেছনে জাতীয় ও আন্তর্জাতিক কোন ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার জোরালো আহ্বান জানাই। তানযীল আহমাদ সাধারণ সম্পাদক জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ
ডাউনলোড করুন