brand-image

টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় ১২ মসজিদে শুব্বানের দাওয়াহ ও তাবলীগী সফর সম্পন্ন

901684589947.jpg
টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় ১২ মসজিদে শুব্বানের দাওয়াহ ও তাবলীগী সফর সম্পন্ন
কেন্দ্রীয় শুব্বানের উদ্যোগে টাঙ্গাইল সখিপুর উপজেলা জমঈয়ত ও শুব্বানের সহযোগিতায় কেন্দ্রীয় সভাপতি ইসহাক বিন এরশাদ মাদানীর নেতৃত্বে দাওয়াহ ও তাবলীগের অংশ হিসেবে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় ১২ মসজিদে জুমুআর খুতবাহ প্রদান, ও বাদ আসর সখিপুর আহলে হাদীস কেন্দ্রীয় জামে
মসজিদে জমঈয়ত ও শুব্বান নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সফলভাবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ।
গত ১৯ মে ২০২৩ রোজ শুক্রবার কেন্দ্রীয় শুব্বানের দাওয়াতী সফর জমঈয়ত ভবন যাত্রাবাড়ি থেকে টাঙ্গাইলের সখিপুরের উদ্দেশ্যে সকাল ছয়টার সময় সফর শুরু হয়। সকাল ৯:৩০ মিনিটে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইছাদিঘী আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদ সকালের নাস্তার পর কেন্দ্রীয় শুব্বান সভাপতি খতীবদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেক মসজিদের জন্য সৌদি আরবের ছাপা একসেট তাফসীর,দুআর বই, শুব্বানের চাবির রিং, ফরয সলাত পর পঠনীয় আযকার (ফেস্টুন) প্রদান করা হয়।
বাদ আসর সখিপুর আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা জমঈয়ত সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় শুব্বানের তথ্য প্রযুক্তি সম্পাদক হাফেজ আব্দুল ওয়াদুদ গাজীর কন্ঠে কুরআন তিলাওয়াতের মাধ্যমে সখিপুর উপজেলা জমঈয়ত ও শুব্বানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুব্বানের সভাপতি ইসহাক বিন এরশাদ মাদানী, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শাইখ ডাঃ খোরশেদুল আলম মোরশেদ, মাওলানা বায়েজিদ, মাওলানা তোফায়েল আহমদ,ইন্জিয়ার শরীফুল ইসলাম,
ইমাম হাসান মাদানী, আব্দুল ওয়াদুদ গাজী, রায়হান কবির, রবিউল্লাহ, আব্দুল কাদের, নাসির উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা জমঈয়ত ও শুব্বানের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শুব্বানের সাধারণ সম্পাদক ড. আব্দুল্লাহ আল মানসুর ।
যে ১২ মসজিদে দাওয়াতী টিম প্রেরণ করা হয়:
শাইখ ইসহাক বিন এরশাদ মাদানী,
সভাপতি, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ
ইছাদিঘী আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদ
শাইখ ঈসা মিয়া মাদানী
মুহাদ্দিস, মাদরাসা মুহাম্মদীয়া আরাবীয়া ঢাকা,
তক্তারচালা কেন্দ্রীয় জামে মাসজীদ ,সখিপুর, টাংগাইল
শাইখ ডাঃ খুরশিদুল আলম মুরশিদ বগুড়াবী।
প্রিন্সিপাল, আত-তাকওয়া ইসলামিক এডুকেশন সেন্টার কসবা নতুন বাজার ব্রাহ্মণবাড়িয়া ও সাবিক মুহাদ্দিস মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার বংশাল ঢাকা,
কালিয়ান কেন্দ্রীয় জামে মসজিদ
শাইখ ইমাম হাসান মাদানী
বিদেশ বিষয়ক সম্পাদক, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ
বাঘবেড় দক্ষিণ পাড়া আহলে হাদীস জামে মসজিদ।
শাইখ মিজানুর রহমান মাদানী
সিনিয়র শিক্ষক, মাদরাসাতুল হাদীস নাজির বাজার, ঢাকা।
তক্তার চালা নতুন বাজার জামে মাসজীদ ,সখিপুর,
শাইখ হুমায়ুন কবির মাদানী
সভাপতি, আড়াইহাজার উপজেলা শুব্বান।
সখিপুর আহলে হাদীস জামে মসজিদ।
শাইখ নাজিবুল্লাহ
সদস্য মজলিসে আম, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস ‎বাংলাদেশ
‎কালিয়ান পাহাড়তলী জামে মসজিদ
রায়হান কবির
সভাপতি টাঙ্গাইল জেলা শুব্বান শাখা
ঘেচুয়া বাবর আলী জামে মসজিদ
তারিকুল ইসলাম
শিক্ষার্থীর, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব,
শোলা প্রতিমা পশ্চিম পাড়া মুন্সিবাড়ি জামে মসজিদ
আবু আয়াতুল্লাহ মুহাম্মদ রবিউল্লাহ,
বি,এ অনার্স আরবী ভাষা,ও সাহিত্য কবি নজরুল কলেজ
আব্দুর রহমান মুস্তাফিজ
উচ্চতর গবেষণা বিভাগ,
মাদরাসা মুহাম্মদীয়া আরাবীয়া ঢাকা,
ইছাদিঘী পশ্চিম পাড়া আহলে হাদীস জামে মসজিদ।
দাওয়াতী কাজের জন্য আপনার সর্বপ্রকার সহযোগিতা প্রেরণ করুন
শুব্বান অফিস
+880 1765-812261

Facebook