brand-image

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস ঢাকা ও মানিকগন্জ জেলা শাখার কাউন্সিল সুসম্পন্ন

781684585248.jpg
জমঈয়ত শুব্বানে আহলে হাদীস ঢাকা ও মানিকগন্জ জেলা শাখার কাউন্সিল সুসম্পন্ন
ঢাকা ও মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২০ মে ২০২৩ ইং সকাল নয়টার সময় শরীফবাগ আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে আব্দুর রউফ এর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন সুন্দর ও সফলভাবে সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুব্বানের সম্মানিত সভাপতি ইসহাক বিন এরশাদ মাদানী,
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন:
শাইখ ড. মোঃ ফায়জুল আমীন সরকার মাদানী
অধ্যক্ষ, শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা
শাইখ আব্দুল্লাহ আল মাহমুদ
সেক্রেটারি,ঢাকা ও মানিকগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীস
অধ্যাপক আসাদুল ইসলাম
নির্বাহী সদস্য, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস
শাইখ মাওলানা নজরুল ইসলাম
উপদেষ্টা, ঢাকা ও মানিকগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীস
শাইখ মোঃ মোশাররফ হোসেন
সাবেক দাঈ, ইসলামী সেন্টার, আল কাসিম, সৌদি আরব
মাওলানা নুরুল ইসলাম
সাংগঠনিক সেক্রেটারি, ঢাকা ও মানিকগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীস
শাইখ মাহমুদুল হাসান
দাঈ, ঢাকা ও মানিকগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীস
হাফেজ জাহিদ হাসান
সাবেক সভাপতি, শুব্বানে আহলে হাদীস ইবি শাখা কুষ্টিয়া
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মুহতারাম মিজানুর রহমান
যুগ্ম সেক্রেটারি, ঢাকা ও মানিকগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীস
মুহতারাম আলী আক্কাস
যুগ্ম সেক্রেটারি, ঢাকা ও মানিকগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীস
মুহতারাম আব্দুর রাজ্জাক
সাবেক সভাপতি, ঢাকা জেলা শুব্বান আহলে হাদীস সহ অন্যান্য অতিথিবৃন্দ ।
অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় সভাপতি পুরাতন কমিটি বিলুপ্ত করে মুহতারাম আফজাল হোসেন কে সভাপতি এবং মুস্তাফিজুর রহমান কে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন
সভাপতি আব্দুর রউফ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ।

Facebook