brand-image

সুন্দর সমাজ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে: আব্দুল্লাহ্‌ আল ফারুক

281711171870.jpg

‘বাংলাদেশ থেকে শিরক ও বিদআত উৎখাতে ছাত্র ও যুব সমাজের বিকল্প নেই। এজন্যই জমিয়তে শুব্বানে আহলে হাদীসের দাওয়াতী কাফেলায় সম্পৃক্ত হয়ে যুব সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে ইসলামের সুশীতল ছায়াতলে একত্রিত হয়ে যুবকদের কাজ করতে হবে। যেদিন তরুণরা পরিশুদ্ধভাবে জীবন পরিচালিত করবে সেদিন থেকেই দেশ অন্যায় এবং জুলুম মুক্ত হবে’।

জমিয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ বগুড়া জোনের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শুব্বানের কেন্দ্রীয় সভাপতি মুহা. আব্দুল্লাহ্‌ আল ফারুক।

গতকাল সকালে বগুড়ার একটি হল রুমে অনুষ্ঠান শুরু হয়। এতে বগুড়া জোন প্রধান ও বগুড়া জেলা শুব্বানের সভাপতি নাযীর আহমাদ সরকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বগুড়া জেলা জমিয়তের জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু নছর মুহাম্মাদ ইয়াহ্‌ইয়া। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জমিয়তের শুব্বান বিষয়ক সেক্রেটারি শাইখ মুহাম্মাদ আব্দুল্লাহিল কাফী মাদানী, সহ-সাংগঠনিক সম্পাদক শাইখ মুহাম্মাদ রেজাউল ইসলাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন, দি মেসেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল কুরআন সালাফিয়া মাদ্রাসা, বেজোড়া, বগুড়ার পরিচালক শাইখ মুহাম্মাদ সাইফুল ইসলাম খান মাদানী, বরেণ্য অতিথি ছিলেন, শহিদুল আলম মানা, বিশেষ অতিথি বগুড়া জেলা জমিয়তের শুব্বান পরিচালক মাও. ইব্রাহিম বিন আবু সুফিয়ান। প্রশিক্ষণ অনুষ্ঠানে বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার জেলা ও উপজেলা পর্যায়ের শুব্বান দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। ইফতার বিতরণেল মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

M.zamin