brand-image

রমাযান মাসব্যাপী শুব্বানের কুরআন শিক্ষা কর্মসূচি-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে

501710304402.jpg
ধারাবাহিক পঞ্চম বা‌রের মত দে‌শের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ে রমাযান মাসব্যাপী শুব্বানের কুরআন শিক্ষা কর্মসূচি-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
আল-কুরআনের মাস রমাযান। মহান আল্লাহ বলেন, "রমাযান তো সেই মাস যে মা‌সে আল-কুরআন নাযিল হ‌য়ে‌ছে।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "‌তোমা‌দের ম‌ধ্যে সেই শ্রেষ্ঠ যে কুরআন শি‌খে এবং অন্যকে তা শেখায়।"
ওহীর অন্যতম এ দুই বাণী‌র বাস্তবায়নে যারা আল-কুরআন পড়‌তে পা‌রে না তা‌দের‌কে কুরআন বিশুদ্ধভাবে শিক্ষাদা‌নের জন্য দেশব্যাপী জমঈয়ত শুব্বা‌নে আহ‌লে হাদীস বাংলা‌দেশ ২০১৯ সাল থেকে একযোগে সারাদেশে কুরআন শিক্ষা কার্যক্রম শুরু ক‌রে‌ছে।
২৮ দি‌নের এ আস‌রে প্রতি‌দিন সহীহ শুদ্ধভা‌বে কুরআন শিক্ষাদা‌নের পাশাপা‌শি সালা‌তে প‌ঠিত দুআসমূহ, ছোটো ছোটো সূরা এবং ‌দৈন‌ন্দিন প্রয়োজনীয় দুআসমূ‌হের সম্মি‌লিত অনুশীলন ও মশক করানো হ‌বে। এছাড়াও জীবন ঘনিষ্ট বিভিন্ন মাসআলা এবং শিরক-‌বিদআত দূ‌রীকর‌ণে প্রতি‌দিন হাদীস ও তাওহী‌দের বাণী শিক্ষা দেওয়া হ‌বে।
৫৬২ কে‌ন্দ্রে প্রায় ১১০০০ হাজার শিক্ষার্থীদের মাঝে এ কার্যক্রম শুরু হবে।
এ কর্মসূচিকে সফল কর‌তে প্রত্যেক কে‌ন্দ্রে ইতোমধ্যে শুব্বান রিসার্চ সেন্টার কর্তৃক প্রকাশিত “কুরআনের শব্দ দিয়ে এসো কুরআন শিখি” বই, রমাযানুল মুবারকের আহ্বান ও রমাযানের তুহফা প্রেরণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।
কর্মসূচির সফল বাস্তবায়নে শিক্ষকদের সম্মানী ও বই প্রিন্ট বাবদ বিশাল অংকের খরচ হচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহা. আব্দুল্লাহ আল-ফারুক ও সাধারণ সম্পাদক হাফেয আব্দুল্লাহ বিন হারিছ আশাবাদ ব্যক্ত করেন যে, শুব্বানের কেন্দ্র ও আঞ্চলিক শিক্ষা কেন্দ্রসমূহে দেশের বিত্তশালীগণ আর্থিক সহযোগিতায় এগিয়ে আসবেন।

যোগাযোগ কেন্দ্রীয় অফিস: ০১৭৬৫-৮১২২৬১