বাক স্বাধীনতাঃ ইসলামী পরিধি শীর্ষক মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত
জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর সম্মানিত সভাপতি মুহা. আব্দুল্লাহ আল- ফারুক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় শুব্বানের সাধারণ সম্পাদক হাফেয আব্দুল্লাহ বিন হারিছের সঞ্চালনায় মাদরাসা মুহাম্মদীয়া আরাবীয়া ছাত্র হাফেজ আব্দুর রাজ্জাকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে গতকাল বাদ মাগরিব আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহিল কাফী আল- কোরায়শী রহঃ মিলনায়তনে বাক স্বাধীনতাঃ ইসলামী পরিধি শীর্ষক মাসিক আলোচনা সভার -৩১ তম পর্ব সফল ভাবে সুসম্পন্ন
হয়েছে আলহামদুলিল্লাহ।
এতে আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের যুগ্ম-সেক্রেটারি জেনারেল ও
শরীফবাগ কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল শাইখ আব্দুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ-এর সাবেক সভাপতি শাইখ ইসহাক বিন এরশাদ মাদানী, কেন্দ্রীয় শুব্বানের দফতর সম্পাদক হেদায়েতুল্লাহ, পাঠাগার সম্পাদক তাকিউদ্দীন, জুনিয়র অফিস সহকারী মোঃ আনোয়ার হোসাইন, মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া শুব্বান শাখা, যাত্রাবাড়ী থানা শুব্বান শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সূধীবৃন্দ।