brand-image

শেরপুর জেলার নকলা ও শেরপুর সদরের ১৮ টি মসজিদে শুব্বানের দাওয়াহ ও তাবলীগী সফর সম্পন্ন

771695459384.jpg

শেরপুর জেলার নকলা ও শেরপুর সদরের ১৮টি মসজিদে শুব্বানের দাওয়াহ ও তাবলীগী সফর সম্পন্ন 

কেন্দ্রীয় শুব্বানের উদ্যোগে শেরপুর জেলার নকলা ও শেরপুর সদর জমঈয়ত ও শুব্বানের  সহযোগিতায় কেন্দ্রীয় সাবেক সভাপতি শাইখ ইসহাক বিন এরশাদ মাদানীর নেতৃত্বে দাওয়াহ ও তাবলীগের অংশ হিসেবে শেরপুর জেলার নকলা ও শেরপুর সদরের ১৮টি মসজিদে জুমুআর খুতবাহ প্রদান, ও বাদ আসর নকলা জোড়া ব্রিজপাড় আহলে হাদীস জামে মসজিদে  জমঈয়ত ও শুব্বান নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সফলভাবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। 

গত ২২/০৯/২০২৩ রোজ শুক্রবার কেন্দ্রীয় শুব্বানের দাওয়াতী সফর জমঈয়ত ভবন যাত্রাবাড়ি থেকে শেরপুর জেলার উদ্দেশ্যে সকাল ছয়টার সময় সফর শুরু হয়।  শেরপুর পৌঁছানোর পর সাবেক কেন্দ্রীয় শুব্বান সভাপতি খতীবদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেক মসজিদের জন্য সৌদি আরবের ছাপা একসেট  তাফসীর,দুআর বই, শুব্বানের চাবির রিং, ফরয সলাত পর পঠনীয় আযকার (ফেস্টুন) প্রদান করা হয়। 

বাদ আসর নকলা জোড়া ব্রিজপাড় আহলে হাদীস জামে মসজিদে শেরপুর জেলা জমঈয়তের সভাপতি শাইখ মোঃ মাজহারুল আলম  এর সভাপতিত্বে শেরপুর জেলা জমঈয়ত ও শুব্বানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুব্বানের সাবেক সভাপতি শাইখ ইসহাক বিন এরশাদ মাদানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুব্বানের কোষাধ্যক্ষ ইমাম হাসান মাদানী, ছাত্র সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম খলিল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজিবুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু লায়েছ ফাহিম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল ওয়াদুদ গাজী,  সুরিটোলা শুব্বানের সভাপতি রবিউল্লাহ, আহসান হাবিব,আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা জমঈয়ত ও শুব্বানের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ

facebook