brand-image

ইলম অর্জনের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক মাসিক আলোচনা সভা (৩০তম পর্ব) অনুষ্ঠিত

671693046168.jpg
ইলম অর্জনের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত
জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর সম্মানিত সভাপতি মুহ. আব্দুল্লাহ আল- ফারুক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় শুব্বানের সাধারণ সম্পাদক হাফেয আব্দুল্লাহ বিন হারিছের সঞ্চালনায় গতকাল বাদ মাগরিব আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহিল কাফী আল- কোরায়শী রহঃ মিলনায়তনে ইলম অর্জনের গুরুত্ব ও তাৎপর্য মাসিক আলোচনা সভার -৩০ তম পর্ব সফল ভাবে সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের মাননীয় সভাপতি ও জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ-এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের যুগ্ম-সেক্রেটারি জেনারেল ও সাপ্তাহিক আরাফাত সম্পাদক, শাইখ আবু আদেল মুহাম্মদ হারুন হুসাইন হাফিজাহুল্লাহ
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের দফতর বিষয়ক সেক্রেটারি জনাব চৌধুরী মুমিনুল ইসলাম, শুব্বানের সাবেক সভাপতি শাইখ ইসহাক বিন এরশাদ মাদানী, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কেন্দ্রীয় শুব্বানের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আবু লায়েছ ফাহিম, দফতর সম্পাদক হেদায়েতুল্লাহ, পাঠাগার সম্পাদক তাকিউদ্দীন, জুনিয়র অফিস সহকারী মোঃ আনোয়ার হোসাইন, মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া শুব্বান শাখা, যাত্রাবাড়ী থানা শুব্বান শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সূধীবৃন্দ।
আয়োজনে:
জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ
৭৯/ক/৩, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা-১২০৪
সার্বিক যোগাযোগ ও আপনার সর্বপ্রকার সহযোগিতা প্রেরণ করুন পার্সোনাল বিকাশ 01765-812261(অফিস)

Facebook Live    Youtube