brand-image

কেন্দ্রীয় শুব্বানের ২৯তম মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

951686992004.jpg

কেন্দ্রীয় শুব্বানের ২৯তম মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত 


গত ১৬ জুন ২০২৩, শুক্রবার বাদ মাগরিব আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী আল- কোরায়শী (রহঃ) মিলনায়তনে

কুরবানী: করণীয় ও বর্জনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শুরুতেই কুরআন তেলাওয়াত করেন মাদরাসা মুহাম্মাদীয়া আরাবিয়ার শিক্ষার্থী জুলায়বিব আল মিকদাদ, অতঃপর স্বাগত বক্তব্য প্রদান করেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শাইখ ইসহাক বিন এরশাদ মাদানী, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন মাজলিসে আম সদস্য ও মিরপুর শাখা শুব্বানের সভাপতি শাইখ জাহিদ হাসান মাদানী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বিসাল ইসলামিয়া মহিলা মাদরাসার প্রিন্সিপাল শাইখ আবু হানিফ মাদানী।


আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুব্বানের মজলিসে আম সদস্য মুহতারাম তাকিউদ্দীন, মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া ও যাত্রাবাড়ী থানা শাখা শুব্বানের দায়িত্বশীলবৃন্দ। 


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় শুব্বানের ছাত্র/সমাজ কল্যাণ সম্পাদক, হাফেয আশিক বিন আশরাফ।

মাসিক আলোচনা সভা